সত্যবার্তা ডেস্ক:
নাটোর সদর থানাধীন রামাইগাছী টেক্সটাইল ইনস্টিটিউট এর সামনে মঙ্গলবার (৭ মার্চ) ০৫:৩০ ঘটিকায় র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে চেকপোস্ট পরিচালনা করে। একটি হলুদ ও নীল রংয়ের ট্রাকে তল্লাশি করে অভিনব কায়দায় গার্মেন্টস এর ঝুটের ভেতরে রাখা বস্তায় অবৈধ মাদকদ্রব্য ৫০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়।
অভিযুক্তরা হলেন, আসামী ১| পরিবহনকৃত ট্রাকের ড্রাইভার, মোঃ রফিকুল হাওলাদার (২৪), পিতা- মৃত রাজ্জব আলী হাওলাদার, সাং- পূর্ব ভান্ডারিয়া, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর, (এ/সাং- চাচরা (মধ্যপাড়া), থানা- কতোয়ালি, জেলা- যশোর, ২| ট্রাকের হেলপার, মোঃ ইয়াছিন কবির নিরব (২০), পিতা- মোঃ আলমগীর হোসেন, সাং- কান্দি, থানা- চৌগাছা, জেলা- যশোর।
র্যাব এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে তা বিক্রয় করে। এবং সাক্ষীদের সম্মুখে তা স্বীকারও করে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। এবং জব্দকৃত আলামত গাঁজা বর্তমান বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা।