সত্যবার্তা ডেস্ক ।
নাটোরে ৯শ৫৬ জন কে বঙ্গবন্ধু যুব ঋণের চেকপ্রদান করা হল ।
নাটোরে ৯শ৫৬ জনকে বঙ্গবন্ধু যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। মোট ঋণ প্রদানের পরিমান ১৬ কোটি ৮৯ লাখ টাকা। এসময় অংশীজনদের সাথে এক মতবিনিময়ের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকালে নাটোর রাণীভবানী রাজবাড়ির আনন্দ ভবনে ওই অনুষ্ঠানের আয়োজন করে কর্মসংস্থান ব্যাংক, রাজশাহী বিভাগীয় শাখা। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষ্যে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,অর্থ মন্ত্রণালয়র সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার,মহাব্যবস্থাপক(প্রশাসন) গৌতম সাহা, রাজশাহী বিভাগীয় উপমহাব্যবস্থাপক আকতার হোসেন প্রধান ও অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের । এর আগে অনুষ্টানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন,কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার। প্রধান অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রণালয়র সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বলেন,কর্মক্ষম মানুষদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতেই প্রতিষ্ঠিত হয়েছে কর্মসংস্থান ব্যাংক। বিশ্বে দক্ষ মানুষরাই নিজ,পরিবার,সমাজ ও দেশকে এগিয়ে নিতে পারে দাবী করে তিনি বলেন,২০৪১ সালে উন্নত দেশ গড়তে দক্ষ,মানুষের বিকল্প নেই। এমন অবস্থায় কর্মসংস্থান ব্যাংকের সেবা ও ঋণ গ্রহণ করে নিজের মাধ্যমে দেশকে উন্নতির পথে নিয়ে যেতে সকলকে আহবান জানান তিনি। অনুষ্ঠান শেষে মোট ৯৫৬ জনকে ১৬ কোটি ৮৯ লাখ টাকা ঋনের চেক বিতরণ করা হয়।