সত্যবার্তা ডেস্ক:
নাটোর সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সকাল ৯ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত এন. এস সরকারী কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রায় একযুগ পরে উৎসব মূখর পরিবেশে ভোটগ্রহণ চলে এবং এই নির্বাচনে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ছিল ১৮০৯ জন এবং ৬৫/% ভোট কাস্ট হয়।
রাত ৯ টায় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী ফলাফল প্রকাশ করে। সভাপতি প্রার্থী- মোঃ আলমগীর হোসেন ছাতা প্রতীক নিয়ে ৪১৯ ভোট পেয়ে বিজয়ী হন। সিনিয়র সহ-সভাপতি- মোঃ তোতা মিয়া আনারস প্রতীক নিয়ে ৪২০ ভোট পেয়ে বিজয়ী হন। সহ-সভাপতি মোঃ আবুল কাশেম টিউবওয়েল প্রতীক নিয়ে ৪০৭ ভোট পেয়ে বিজয়ী হন। সাধারণ সম্পাদক প্রার্থী- মোঃ আজিজুল ইসলাম মোড়গ প্রতীক নিয়ে ৩২১ ভোট পেয়ে বিজয়ী হন। যুগ্ম-সাধারণ সম্পাদক- মোঃ সোহান সরকার হাতেম দোয়াত কলম প্রতীক নিয়ে ৪০১ ভোট পেয়ে বিজয়ী হন। সহ-সাধারণ সম্পাদক মোঃ তায়েজ উদ্দিন ফুটবল প্রতীক নিয়ে ৬৪৬ ভোট পেয়ে বিজয়ী হন। সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল করিম গোলাপ ফুল প্রতীক নিয়ে ৪৬৭ ভোট পেয়ে বিজয়ী হন। প্রচার সম্পাদক মোঃ ইয়াকুব আলী হাতুড়ি প্রতীক নিয়ে ৪৩৯ ভোট পেয়ে বিজয়ী হন। অর্থ সম্পাদক মোঃ আঃ লতিফ বিশ্বাস মিক্সার মেশিন প্রতীক নিয়ে ৫০৪ ভোট পেয়ে বিজয়ী হন। দপ্তর সম্পাদক মোঃ আঃ রাজ্জাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কার্যকরী সদস্য মোঃ রফিকুল ইসলাম বটগাছ প্রতীক নিয়ে ৪৫০ ভোট পেয়ে বিজয়ী হন এবং আরেকজন কার্যকরী সদস্য মোঃ উজ্জ্বল ডাব প্রতীক নিয়ে ৩৯৫ ভোট পেয়ে বিজয়ী হন।