আজ- শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোর ইমো হ্যাকিং চক্রের ৫ সদস্য র‍্যাবের হাতে গ্রেফতার।

সত্যবার্তা ডেস্ক :

 

 সিপিসি-২ নাটোর র্যাব-৫ কর্তৃক নাটোর জেলার লালপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ “ইমো” হ্যাকিং চক্রের ০৫ জন প্রতারককে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৫ রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ২১ মে ২০২২ ইং তারিখ আনুমানিক ০০:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার লালপুর থানাধীন রামকৃষ্ণপুর (চিনির বটতলা) এলাকায় কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে।

মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম “ইমো” হ্যাক করে বিকাশের মাধ্যমে প্রতারণা পূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় (ক) মোবাইল সেট ০৫ টি (খ) সিমকার্ড ১১ টি (গ) মোটরসাইকেল ০২ টি সহ গ্রেফতারকৃত আসামী ১| মোঃ শাকিল আহমেদ শাকিব (২৩) পিতা- মোঃ আঃ রহিম, ২| মোঃ সেলিম আলী (২০) পিতা- মোঃ নাজিম উদ্দিন, ৩| মোঃ শান্ত ইসলাম (১৯) পিতা- মোঃ জিয়ারুল ইসলাম, সর্ব সাং- রামকৃষ্ণপুর পর্ব পাড়া, ৪| মোঃ সোহেল রানা (২৮) পিতা- মৃত নাজিম প্রামাণিক, ৫| মোঃ মুহাইমিনুল (২৭) পিতা- মোঃ শফিকুল ইসলাম, উভয়ের সাং- মহরকয়া ভাঙ্গাপাড়া, সর্ব থানা- লালপুর, জেলা-নাটোরগণকে আটক করতে সক্ষম হয়।

 

গ্রেপ্তারকৃত ০৫ জন আসামী র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসী সহ দেশের বিভিন্ন প্রান্তের “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক করে ইমো সফটওয়্যারে অবৈধ প্রবেশপূর্বক মেয়ে ও পুরুষের ছদ্দবেশ ধারণ করে পরিচয় গোপনপূর্বক বিভিন্ন ছবি ও ভিডিও প্রদর্শন, ইমো সেক্স এবং প্রতারণার মাধ্যমে কৌশলে ভিকটিমের পরিচিতি জনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়। উপরোক্ত ঘটনায় নাটোর জেলার লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২০/২৪/৩৪/৩৫ ধারায় মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার