আজ- মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোর ও রাজশাহী থেকে ৬৭৭ বোতল ফেন্সিডিল সহ আটক-০২।

সত্য বার্তা ডেস্ক:

নাটোরের বড়াইগ্রাম ও রাজশাহী জেলার বাঘা এলাকায় অভিযান পরিচালনা করে ৬৭৭ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং দুইজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা।

 

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৭ টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। বড়াইগ্রাম উপজেলার কয়েন বাজার এলাকায় একটি চেকপোস্ট পরিচালনা করে এবং দুইজনের দেহ তল্লাশি করে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

 

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, গ্রেফতারকৃত ২নং আসামীর নিজ বাড়িতে আরো ফেন্সিডিল রয়েছে। পরবর্তী দুপুর সাড়ে ১২ টার সময় আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে, র‍্যাব তাদের হেফাজতে নিয়ে রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর থেকে ৫৭৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

 

আটককৃত আসামীরা হলেন, ১। বাঘা থানাধীন আলাইপুর এলাকার মৃত রিয়াজ উদ্দিন মন্ডলের ছেলে মোঃ আলম হোসেন (৪৫), ২। একই এলাকার মোঃ লুৎফর রহমান এর ছেলে মোঃ মিঠুন আলী (৩০), এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর