সত্যবার্তা ডেস্ক
নাটোর জেলার গুরুদাসপুর থানা এলাকায় র্যাব অভিযান পরিচালনা করে চোলাই মদ তৈরি ও সংরক্ষণ এবং বিক্রয় করার অপরাধে ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অদ্য ০৬ আগস্ট ২০২২ ইং তারিখ ১৯:৫০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন গজেন্দ্র চাপিলা গ্রামস্থ এলাকায় কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, চোলাই মদ ১০০০ লিটার সহ আসামী ১| শ্রী রাজেন্দ্র পাহান (৬০) পিতা- মৃত শ্রী কার্তিক পাহান, ২| শ্রী সুরেশ পাহান (৫০) পিতা- মৃত ধনা পাহান, উভয়ের সাং- মহারাজপুর, থানা- গুরুদাসপুর, জেলা- নাটোর’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয় সাক্ষী ও স্থানীয়দের উপস্থিততে চোলাই মদ সংরক্ষণ ও বহিরাগত মাদকসেবীদের নিকট নিয়মিত বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। তাঁরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানা যায়।
পরবর্তীতে উল্লেখিত জব্দকৃত চোলাই মদ ২৫০ (দুইশত পঁঞ্চাশ) মিঃলিঃ করে ০৮ প্লাস্টিকের বোতলে মোট ০১ লিটার চোলাই মদ রাসায়নিক পরীক্ষা ও বিজ্ঞ আদালতে বিচারিক কাজের জন্য তা প্রেরণ করা হয়। অবশিষ্ট চোলাই মদ, দুর্গন্ধযুক্ত ও বহনের অযোগ্য হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ২৯ (৩) ধারা অনুযায়ী ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে নষ্ট করা হয়।