সত্যবার্তা ডেস্ক
নাটোর জেলার গুরুদাসপুর এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, অদ্য ৩০ জুলাই ২০২২ ইং তারিখ ১৮:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুরুদাসপুর থানাধীন চক আলাদত খাঁ গ্রামস্থ এলাকায় কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে। ১৯৭ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল সহ ১| মোঃ আরিফুল ইসলাম (ওরফে) রবিউল (২৪) পিতা- মৃত শাহাজাহান মিয়া, সাং- রায়ঘাট, থানা ও জেলা নাটোর’কে গ্রেফতার করেছে র্যাব-৫ সিপিসি-২ এর সদস্যরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, জব্দকৃত আলামত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী, সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসার মাধ্যমে যুব সমাজকে বিপথগামী করছে।