সত্যবার্তা ডেস্ক :
নাটোরে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন।
নাটোরে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মদিন উপলক্ষ্যে নাটোর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান এর নেতৃত্বে ,
সকাল ৯-৩০ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নীরবতা পালন, দোয়া ও মোনাজাত শেষে ৫০ পাউন্ড এর কেক কেটে নেতা কর্মীদের মাঝে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- নাটোর ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল কুদ্দুস ও সভাপতি নাটোর জেলা আওয়ামী লীগ।
আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান সাধারণ সম্পাদক নাটোর জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা চেয়ারম্যান। নাটোর ও নঁওগা সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ। আলহাজ্ব আহাদ আলী সরকার সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এবং যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।