সত্যবার্তা ডেস্ক:
নাটোর জেলা পরিষদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন প্রবীণ ও বর্ষীয়ান নেতা নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাড.সাজেদুর রহমান খান। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে শনিবার (১০ সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গত কয়েদিন আগে রাজধানীর ধানমন্ডির কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করে জমা দেন মনোনয়ন প্রত্যাশীরা।
এদিকে এ্যাড.সাজেদুর রহমানের সাথে মনোনয়ন লড়াইয়ে অংশ নিয়ে ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি এ্যাড. সিরাজুল ইসলাম, সাবেক সহ সভাপতি এ্যাড. কামরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু, জেলা যুবলীগ সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার সহ বেশ কয়েকজন।
তফসিল অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।