আলিফ বিন রেজা,
সিংড়া(নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় পুলিশের উপর হামলার মামলায় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক দাউদার মাহমুদ, জার্জিস কাদির বাবু সহ ৪ জন কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (৫জনুয়ারি) দুপুরে তাদের মামলায় চালান দেন থানা পুলিশ।
ঘটনা সুত্রে জানাযায়, গত বৃহস্পতিবার সকালে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি নেতা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দাউদার মাহমুদের নেতৃত্ব নির্বাচন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিলের সময় পুলিশ বাধা প্রদান করলে পুলিশের উপরে আর্তকিত হামলায় বেশকিছু গাড়ি ভাংচুর ও এএসআই সহ ৩পুলিশ সদস্য গুরুতর আহত হয়। সেই ঘটনায় মুলত তাদের আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।