আজ- বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোর নব-বিধান বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির মত বিনিময় সভা

মোছাঃ তৃষ্ণা খাতুন।

নাটোর সদর উপজেলা প্রতিনিধি।

নাটোর নব বিধান বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে অভিভাবকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিউল আজম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকার, সহকারী প্রধান শিক্ষক সপ্না হক, সহ শিক্ষক আব্দুস সালাম, হাফিজাহাফিজা খানম ,রতন কুমার সরকার, শামিমা আক্তার, বিশ্বজিৎ তালুকদার, জাহাঙ্গীর হোসেন মোল্লা, এবং অভিভাবক বৃন্দ।

 

সভায় সিদ্ধান্ত হয় সকল ছাত্রীকে স্কুল ইউনিফর্ম পড়ে স্কুলে যেতে হবে। কোন ছাত্রী বোরকা ব্যবহার করতে চাইলে স্কুল ড্রেসের সাথে রঙ্গের ম্যাচিং করে বোরকা পড়তে হবে। এছাড়া কোন ছাত্রী প্রষাধনী সামগ্রী বা মোবাইল ফোন নিয়ে বিদ্যালয়ে যেতে পারবেনা। সবাইকে কিউ আর কার্ড সম্বলিত পরিচয় পত্র দেয়া হবে। এতে করে কোন ছাত্রী কখন স্কুলে প্রবেশ করছে বা বাহির হচ্ছে তা অভিভাবকদের মোবাইলে ম্যাসেজ চলে যাবে। শিক্ষক অভিভাবক সম্মিলিত আলোচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর