
সত্যবার্তা ডেস্ক:
নাটোরের বাগাতিপাড়ায় ডুমরাই এলাকায় একজন বাক-প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ মামলার একমাত্র পলাতক আসামী মোঃ মনিরুল ইসলাম ওরফে নয়ন কে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাত আনুমানিক ৮ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৩ টিকাটুলি ঢাকার সহযোগিতায় মহানগরীর মতিঝিল থানাধীন আরামবাগ এলাকা থেকে নাটোর সিপিসি-২ র্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে। বাগাতিপাড়া থানার এজাহার ভুক্ত ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ মনিরুল ইসলাম ওরফে নয়ন (২৭) পিতা- মৃত তৈয়ব মোল্লা, সাং- ডুমরাই, থানা- বাগাতিপাড়া, জেলা নাটোর কে গ্রেফতার করে।
উল্লেখ্য যে, এই মামার ভিকটিম যিনি তিনি একজন বাক-প্রতিবন্ধী মানুষ, আসামী মনিরুল তার প্রতিবেশী। মনিরুল এর স্ত্রী গর্ভবতী হওয়ার কারণে ভিকটিম তাদের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। এই সুযোগে মনিরুল ভিকটিম এর দিকে সবসময় কু নজরে তাকাতেন। এক পর্যায়ে মনিরুল তার নিজের শয়ন কক্ষে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। মনিরুলের স্ত্রী বিষয়টি জানতে পারলে মনিরুল এর সঙ্গে কলহের সৃষ্টি হয়। আসামীর স্ত্রী ১২/০৯/২০২২ তারিখে এই বিষয়টি প্রকাশ করলে এলাকাবাসী সহ ভিকটিম এর পিতা জানতে পারে। এই ঘটনাটি প্রকাশ করার কারণে আসামী তার স্ত্রীকে মারধর করে। এলাকায় এই বিষয়টি নিয়ে যখন চাঞ্চল্য সৃষ্টি হয় তখন ভিকটিম বাক-প্রতিবন্ধী হওয়ার কারণে এলাকাবাসী কে ধর্ষণ এর ব্যাপারটি ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে কিন্তু তা বুঝাতে ব্যর্থ হয়। পরবর্তীতে ভিকটিম এর পিতা নিজে বাদী হয়ে বাগাতিপাড়া থানায় মামলা দায়ের করেন এবং এরপর থেকেই আসামী মোঃ মনিরুল ইসলাম ওরফে নয়ন এলাকা ছেড়ে পালিয়ে যায়।