“দৈনিক সত্য বার্তা” নিউজ পোর্টাল এর নাটোর বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে মননীত হলেন ; মোঃ সৌরভ আলী পিতা –মোঃ খোরশেদ আলী ,গ্রাম -কালিকাপুর, বাগাতিপারা ,নাটোর যার,জন্ম নিঃ নং২০০৪৬৯১০৯৭৬০২৯৪২১ .
“দৈনিক সত্য বার্তা”র পক্ষ থেকে তাকে আগামী ৩১-১২-২০২৩ ইং পযর্ন্ত নাটোর বাগাতিপাড়া প্রতিনিধি হিসেবে মননীত করা হল ।
বাংলাদেশ সরকারের বিধি নিশেধ মেনে দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে পেশাগত দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছি এবং দৈনিক সত্য বার্তা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিন্দন জানাচ্ছি ।
শর্ত: পেশাগত দায়িত্ব পালন কালে কোন প্রকার রাষ্ট্ বিরোধী কোন কাজে লিপ্ত বা পত্রিকার মান ক্ষুন্ন করলে আমরা তাকে বহিষ্কার ও আইনানুগ ব্যবস্থা গ্রহন করিব ।