সত্যবার্তা ডেস্ক
নাটোরের মিনি কক্সবাজার খ্যাত পাটুল হাপানিয়ায় প্রতি বছরের ন্যায় এবারও বিলে পানি আশার সঙ্গে সঙ্গে ভ্রমণ পিপাসু মানুষের উপচেপড়া ভিড় চোঁখে পড়ে। বিশেষ করে ঈদ উল ফিতর উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থান থেকে এই মিনি কক্সবাজারে সপরিবার নিয়ে একটু আনন্দ উপভোগ করতে ভ্রমন পিপাসু মানুষেরা এসেছে। গত ১০ জুলাই পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয় এক সপ্তাহ পর গিয়ে দেখা যায় এখনো বিকাল হলেই দূরদূরান্ত থেকে মিনি কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে আসছেন ভ্রমন পিপাসু মানুষেরা।
রবিবার ১৭ জুলাই সরজমিনে গিয়ে দেখা যায়, বিলের পানি আস্তে আস্তে কমতে শুরু করেছে বর্তমানে সাড়া দেশে তাপমাত্রা বৃদ্ধির কারণে পানি কমে যাচ্ছে এমন আবহাওয়া চলমান থাকলে বেশি দিন আর এই পানি বিলে থাকবে না। ভ্রমন পিপাসু মানুষেরাও এমন সৌন্দর্য আর উপভোগ করতে পারবে না। তবে ভ্রমন পিপাসুদের এমন সৌন্দর্য উপভোগ করতে হলে আবারও একটি বছর অপেক্ষা করতে হবে।