আজ- রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোর র‌্যাব কর্তৃক অভিযানে ১৩৯ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী আটক !

সত্যবার্তা ডেস্ক:

 

 

 

নাটোর র‌্যাব -৫ ,রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ২২ই জুন ২০২২ইং তাং এ ১৯.০৫.০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতেরাজশাহী জেলার বাঘা থানাধীনহাটবাউসা এলাকায় কোম্পানী উপ-অধিনায়ক, সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ অপারেশন দল মাদক বরোধী অভিযান পরিচালনা করে ক) ইয়াবা ট্যাবলেট ১৩৯ পিস ,খ) মোবাইল ০১টি গ) সীমকার্ড ০১টি ঘ) মেমোরী কার্ডসহআসামী ১। মোঃশফিকুল ইসলাম  (৩৫),পিতা – তোফাজ্জল সরকার সাং বাউসা ,থানা – বাঘা ও জেলারাজশাহী কে আটক করেন ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় যে, সে জব্দ কৃত আলামত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে ।

আটককৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী ।

উপরোক্ত ঘটনায় নাটোর জেলার বাঘা থানায় মদকদ্রব্য আইনে ২০১৮এর ৩৬(১)সারনীর ১০ক ধারায় মামলা রজু হয়েছে ।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার