মোঃ রেজাউল করিম
স্টাফ রিপোর্টার
নাটোরের লালপুর ধুপইল বাজারে বিভিন্ন প্রধান প্রধান সড়ক ও মোড়ে মোড়ে বিএনপি-জামায়াত কর্তৃক মহাসমাবেশের নামে পুলিশ হত্যা,প্রধান বিচারপতির বাসভবনে হামলা,সাংবাদিকদের উপর হামলা,পুলিশ হাসপাতাল ও গাড়িতে অগ্নি সংযোগ,দেশ ব্যাপী সন্ত্রাসী নৈরাজ্যে সৃষ্টির চেষ্টা,অবৈধ ভাবে দফায় দফায় ডাকা অবৈধ হরতাল- অবরোধের প্রতিবাদে শান্তি সমাবেশ,পথসভা ও মিছিল করলেন লে: কর্নেল রমজান।
৫৮নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী লে:কর্নেল রমজান। নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি লেঃ কর্ণেল রমজান আলীধুপইলবাজার,বাগাতিপাড়া,জিগরী,কাকপুর,পাকা,জামনাগর সহ বিভিন্ন প্রধান প্রধান সড়ক ও মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপিত নবাব আলী (নবু),নাটোর কৃষক লীগের সংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন টিটু,বঙ্গবন্ধু প্রবীণ জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য লিটন মন্ডল,দুড়দুড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা লালন আলী,দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ,লালপুর ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের সহ সভাপতি আতিকুর রহমান, লালপুর ইউনিয়ন যুবলীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল কাদের পল্টু,এছারাও উপস্হিত ছিলেন লিটন,লিমন,উজ্জ্বল,সহ বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড ও তৃনমূল পর্যায়ের আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।