আজ- শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নানা কর্মসুচির মধ্য দিয়ে নাটোর মুক্ত দিবস পালিত !

সত্যবার্তা ডেস্ক :

নানা কর্মসুচির মধ্য দিয়ে নাটোর মুক্ত দিবস পালিত হয়েছে আজ। এ উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের আলাইপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যৌথ আয়োজনে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড় এলাকায় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করা হয়। এসময় তারা এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডারের আহবায়ক ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সদস্য সচিব মোস্তাক আলী মুকুল, যুগ্ম আহ্বায়ক. রফিকুল ইসলাম নান্টু, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মোর্তজা আলী বাবলুসহ বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। এসময় বক্তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির সকল অপকর্ম রোধে কাজ করার আহবান জানান তারা।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর