আজ- বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি!

সত্যবার্তা ডেস্ক:

 

নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে যুবদলকর্মী শাওন প্রধানসহ দু’জনকে হত্যার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রার পূর্বে বক্তব্যে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে কার্যালয়ে সামনে ট্রাকের উপরে অস্থায়ী মঞ্চে র‍্যালির পূর্বে সমাবেশে বক্তব্য প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। পরে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে ‘বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে’ এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, যুবদল কর্মী শাওন প্রধানসহ দু’জনকে হত্যার প্রতিবাদে আগামীকাল শুক্রবার বাদ জুম্মা গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। আর শনিবার সারাদেশে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর