ক্রীড়া প্রতিনিধি:
এস.এম শাহপরান শুভ:
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে সরাসরি অংশগ্রহণ করবে ৮ টি দল এবং বাছাইপর্বে উৎকীর্ণ হয়ে অংশগ্রহণ করবে আরো ৪ টি দল।
আজকে শেষ হলো বিশ্বকাপের বাছাইপর্ব। গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়ে মূলপর্বে জায়গা করে নেয় শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস।
অন্যদিকে গ্রুপ ‘বি’ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়ে মূলপর্বে জায়গা করে নেয় জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড।
আগামীকাল শুরু হচ্ছে বিশ্বকাপের মূলপর্ব।এবারের বিশ্বকাপে ১২ টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ ‘১’ এ আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আয়ারল্যান্ড। গ্রুপ ‘২’ এ আছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে।
আগামীকাল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপের মূলপর্ব।