আজ- বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরে গুরুদাসপুরে ব্যাটারিচালিত অটোভ্যানের চাপায় পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

মোঃ তানভীর রহমান

গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:

 

নাটোরের গুরুদাসপুরে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকার নিচে পড়ে রাসেল নামের আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার(৬জুলাই) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের খুবজিপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু রাসেল খুবজিপুর উত্তরপাড়ার কৃষক তোফাজ্জল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগিন্দ্রনগর এলাকা থেকে ঐ দ্রুতগামী ব্যাটারিচালিত অটোভ্যান আসছিলো। খুবজিপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন, খুবজিপুর উত্তরপাড়া অর্থাৎ রাসেলের বাড়ির সামনে পাকা রাস্তা দিয়ে ব্যাটারিচালিত অটোভ্যানটি দ্রুতগতিতে যাচ্ছিলো। আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে রাসেল তার মায়ের সাথে রাস্তার পাশে দাড়িয়েছিলো। হঠাৎ করে রাসেল তার মায়ের কাছে থেকে ছুটে গিয়ে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকার নিচে গিয়ে পড়ে, এতে রাসেল রক্তাক্ত হয়ে গুরুতর জখম হয়। গুরুতর জখম হওয়া অবস্থায় স্থানীয়রা রাসেল কে উদ্ধার করে। রাসেল গুরুতর জখম হলে রাসেলের স্বজনরা দ্রুত চিকিৎসার জন্য গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতেই মাঝপথে রাসেলের মৃত্যু হয়। আড়াই বছরের শিশু রাসেলের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ব্যাটারিচালিত অটোভ্যান চালক পালিয়ে যাওয়ার কারণে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ছোট শিশু রাসেলের মৃত্যু তে এলাকাবাসি গভীর শোক প্রকাশ করেছেন

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর