আজ- বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নেতাকর্মীদের মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান কারাগারে

আলিফ বিন রেজা :

সিংড়া উপজেলা প্রতিনিধি :

নাটোরের সিংড়ায় নিজ দলের নেতাকর্মীদের মারধরের মামলায় উপজেলা আ. লীগের সদস্য ও কলম ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনুসহ ৩জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (১২ জুন) দুপুরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রওশন আলম জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠান। অপর দুজন হলেন চেয়ারম্যানের সমর্থক রমিজুল করিম ও মো. আলম। জানা যায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন।

 

একই পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন মইনুল হক চুনু। এরপর থেকে উভয় পক্ষের কর্মী–সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। গত ঈদুল ফিতরের দিন (২২ এপ্রিল) সন্ধ্যার পরে নাছির উদ্দিনের সমর্থক ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক বাবলু দলীয় কর্মীদের নিয়ে বাজারে বসে ছিলেন।

 

এসময় চেয়ারম্যান ও তার অনুসারীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। আওয়ামী লীগ নেতা এমদাদুল হক বাবলু, ব্যবসায়ী আসাদুজ্জামান ভুট্টু এবং কলেজশিক্ষক মো. কাজলকে কুপিয়ে জখম করা হয়।

 

তাদের রক্ষা করতে এলে আরও তিনজনকে আহত করা হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

 

এ ঘটনায় আহত বাবলুর ভাই এনামুল হক জগলু বাদী হয়ে সিংড়া থানায় মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী করা হয় কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মইনুল হক চুনুকে। তিনি ছাড়াও ২১ জনকে এ মামলার আসামি করা হয়।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর