সত্যবার্তা ডেস্ক :
পবিত্র শবেবরাত আজ শুক্রবার। হিজরি শাবান মাসের ১৪ তারিখ রাতটি মুসলিম উম্মাহ সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকে। মর্যাদাপূর্ণ এ রাতে মহান আল্লাহ তায়ালা বান্দাদের জন্য তার অশেষ রহমতের দরজা খুলে দেন। ‘শব’ শব্দের অর্থ রাত এবং ‘বরাত’ শব্দের অর্থ সৌভাগ্য। আর আরবি ‘লাইলাতুল বরাত’ মানে সৌভাগ্যের রাত।
মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমান পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় বেশি বেশি নফল নামাজ, কুরআন তেলাওয়াত ও জিকির-আসকারে মগ্ন থাকবেন। অনেকে রোজা রাখবেন ও দান-খয়রাত করবেন। অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করবেন।
শবেবরাতের পরদিন অর্থাৎ আগামীকাল শনিবার সরকারি ছুটি। তবে আজ শুক্রবার সংবাদপত্রের ছুটি।
আজ পবিত্র শবেবরাত আতশবাজি পটকা নিষিদ্ধ করেছে ডিএমপি : পবিত্র শবেবরাতের রাতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।