
সত্যবার্তা ডেস্ক:

বাঙালির আশা,আকাঙ্ক্ষা ও স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নাটোর জেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ বিন আজিজ এর নেতৃত্বে এক বিশাল আনন্দ মিছিল মিছিল অনুষ্ঠিত হয়। বরিবার বিকেল ৫ টায় শুরু হওয়া এ মিছিল নাটোর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধনকে স্বাগত জানিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

পরে নাটোর মাদ্রাসা মোড় মুক্তিযুদ্ধ চত্ত্বরে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি ফরহাদ বিন আজিজ। সমাবেশে সভাপতি ফরহাদ বিন আজিজ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শত ষড়যন্ত্রের পরেও জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃৃত্বে আজ পদ্মা সেতু বাস্তবায়িত হয়েছে। বঙ্গবন্ধুর দেখানো পথে অপ্রতিরোধ্য গতিতে দেশকে এগিয়ে নিচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এসময় নাটোর জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।