সত্যবার্তা ডেস্ক:
৫ জন পর্নোগ্রাফি ব্যবসায়ী তারা দীর্ঘদিন যাবৎ নিজ কম্পিউটার সামগ্রীতে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং টাকার বিনিময়ে বিক্রি করে আসছে। তাদের মূল ক্রেতা ছিল বিভিন্ন এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তাদের কাছে টাকার বিনিময়ে এই অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বিক্রয় করে আসছিল ওই পর্নগ্রাফি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিষয়টি জানতে পেরে ওই ৫ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলো, নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের মোনায়েম ফকিরের ছেলে মনিরুল ইসলাম (২৭), চাঁদপুর এলাকার ভূপেন চন্দ্রের ছেলে শ্রী বিদ্যুৎ কুমার (৩২), আজিজুর রহমানের ছেলে মোঃ আল- আমিন (২২), কুচকুড়ি এলাকার মনছুর সরদারের ছেলে মোঃ শাহিন আলম (৩০), এবং ঠাকুর লক্ষীকুল এলাকার আঃ রহমানের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ (৩২)।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোঃ ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত রাতে ওই অভিযানের সময় মোট ০৫ টি সিপিইউ , ১১ টি হার্ডডিক্স, ০৫ টি মনিটরও জব্দ করা হয়েছে। এই ঘটনায় নাটোরের নলডাঙ্গা থানায় “পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে” মামলা দায়ের করা হয়েছে।