সিংড়া উপজেলা প্রতিনিধি:
আলিফ বিন রেজা:
নাটোরের সিংড়া শেরকোল ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অবস্থিত সিধাখালী উচ্চ বিদ্যালয়। ২০০৮ সালের আগে স্কুল ছিলো জরাজীর্ণ। বর্তমানে উন্নয়নে এগিয়ে যাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান’টি এবং শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। ফিরেছে প্রানের উচ্ছাস। প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ মন্ডল ১৯৯৪ সালে স্কুলটি প্রতিষ্ঠা করেন। এমপিও লাভ করে ২০০০ সালে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ২৫০ জন। শিক্ষক, কর্মচারী সংখ্যা ১৮ জন।
শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির প্রচেষ্টায় ২০১২/১৩ অর্থ বছরে নতুন ভবন উদ্বোধন করা হয়। বর্তমানে ভবনের উর্ধমূখীর কাজ চলছে। ১ কোটি ৫৬ লক্ষ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট ভবন নির্মান কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে শেখ রাসেল ডিজিটাল ল্যাব দেয়া হয়েছে। আগামী ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে সারাদেশে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
বর্তমান সভাপতি মিজানুর রহমান মিলুর তত্বাবধানে স্কুলের উন্নয়নে মার্কেট নির্মান করা হয়। এখানে ১২ টি দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। ১০ লক্ষ টাকা ব্যয়ে আধুনিক গেট ও সীমানা প্রাচীর নির্মান কাজ শেষ হয়েছে। ২০২০/২১ অর্থ বছরে ২ লক্ষ টাকা ব্যয়ে টিনশেড ঘর সংস্কার করা হয়েছে।
স্থানীয়রা জানান, এর আগে স্কুলের তেমন কোনো অবকাঠামো ছিলো না। গরু, বকরীর অভয়ারণ্যে ছিলো। গভীর গর্ত ছিলো, খেলার মাঠ ছিলো না। স্কুলের ভবন ছিলো জরাজীর্ণ। সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মিজানুর রহমান (মিলু) কে মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিভিন্ন দিক-নির্দেশনা দিয়ে স্কুলের সার্বিক উন্নয়ন করে যাচ্ছেন। সরেজমিনে পরিদর্শন কালে স্থানীয় অভিভাবক, এলাকাবাসী এবং জনসাধারণ আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।