সত্য বার্তা ডেস্ক:
নাটোরের গুরুদাসপুর এলাকার দড়ি কাছিকাটা গ্রামস্থ আত্রাই টোলপ্লাজার পূর্বপাশে। অভিনব কৌশলে পায়ুপথে মাদকদ্রব্য ৮৭৫ পিস ইয়াবা ট্যাবলেট বহনকালে দুইজন মাদকদ্রব্য ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১১ টার সময় কক্সবাজার ও চট্টগ্রাম হতে আনত ইয়াবা ট্যাবলেট যাত্রীবেশে অভিনব কায়দায় পায়ুপথে বহন করার সময় আসামী ১| মোঃ মোকলেছ আলী (৪০), পিতা- মোঃ রমজান আলী, সাং- নূরনগর খায়ের মিল, থানা- বাঘা, ২| মোঃ আব্দুস সাত্তার (৫০), পিতা- শাহামান মন্ডল, সাং- চন্দ্রপুর, থানা- লালপুর, জেলা- নাটোর কে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন থেকে পরস্পর যোগসাজশে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোঁখকে ফাঁকি দিয়ে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পায়ুপথে নিয়ে আসছিল এবং গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী।