আলিফ বিন রেজা,
সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে প্রতিদন্দী প্রার্থী হিসেবে এবারে লড়বে সর্ব মোট ১২ জন প্রার্থী। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ অন্যরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জুনাইদ আহমেদ পলক বাদে বাকি ১১ জন হলেন- শফিকুল ইসলাম শফিক (স্বতন্ত্র প্রার্থী), শামসুল ইসলাম (স্বতন্ত্র প্রার্থী), আব্দুল্লাহ আল মামুন (স্বতন্ত্র প্রার্থী),মিজানুর রহমান (ওয়ার্কার্স পার্টির প্রার্থী),আনিছুর রহমান (জাতীয় পার্টির প্রার্থী), রুস্তম আলী (বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী), মোছাঃ রাকিবা হক (জাকের পার্টির প্রার্থী),আলতাফ হোসেন (বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী), আবুল কালাম আজাদ (তৃণমূল বিএনপির প্রার্থী), আনোয়ার হোসেন (বিকল্পধারা বাংলাদেশ’র প্রার্থী) ও আমিরুল ইসলাম (বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী)।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলা নির্বাহী অফিসারের ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, নাটোরের চারটি সংসদীয় আসনে মোট ৪৩টি মনোনয়নপত্র দাখিল হয়েছে।
প্রসঙ্গত, ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি করা যাবে ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।
রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)