আজ- রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

প্রথম ডিজিটাল জনশুমারী ও গৃহগণনা ২০২২ এর প্রশিক্ষণ বিবরণী!

মোছাঃ তৃষ্ণা খাতুন
নাটোর সদর উপজেলা প্রতিনিধি:
প্রথম ডিজিটাল জনশুমারী ও গৃহগণনা ২০২২ এর প্রশিক্ষণ বিবরণীর প্রকল্প পরিচালক জনাব, মোঃ দিলদার হোসেন। আই সিটি স্যার মোঃ আমিনুল ইসলাম জোনাল অফিসার মোঃ আল হেলাল কাফি চাঁদপুর উচ্চবিদ্যালয়ে সকাল ৯ টায় প্রশিক্ষণ শুরু হবার কথা থাকলেও বৃষ্টির কারণে একটু দেরিতে প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণের শুরুতে প্রশিক্ষণাথীদের জনশুমারীর কাজের জন্য যেসকল জিনিস পত্র দরকার তা দেওেয়া হয়।
তা হলো ১. প্রশিক্ষণ নির্দেশিকা বই ২. টেব ৩. আইডি কার্ড ৪. ব্যাগ ৫. মাস্ক ইত্যাদি যাবতিও জিনিস পত্র। প্রশিক্ষণ নির্দেশিকা বইটি প্রশিক্ষণের মুল বিষয় কেননা প্রশিক্ষণ নির্দেশিকা বই এ জনশুমারী ও গৃহগণনার সকল বিষয়ে ছবি সহ বর্ননা করা আছে। জনশুমারি ও গৃহগণনার যাবতীয় জিনিস পত্র দেবার পরে। জোনাল অফিসার মোঃ আল হেলাল কাফি এবং মোঃ আমিনুল ইসলাম স্যার বইটি পড়ানো শুরু করে। এবং সবাই কে অনুশীলন করান।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার