সত্যবার্তা ডেস্ক :
প্রথম ডিজিটাল শুমারি…১৫-২১ জুন ২০২২ দেশব্যাপী অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২।
জনশুমারিতে তথ্য দিন,
পরিকল্পিত উন্নয়নে অংশ নিন।
এই স্লোগান কে বাস্তবায়ন বাস্তবায়ন করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সহ তাহার পরিকল্পনা মন্ত্রনালয় সহ সরকারের তথ্য ওপ্রযুক্তি বিভাগ সহ সরকারের আরোও বিভিন্ন দপ্তর
ডিজিটাল শুমারি…১৫-২১ জুন ২০২২ দেশব্যাপী অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২বাস্তবায়ন করতে সহয়তা করবেন ।
উক্ত কাজ বাস্তবায়ন করতে সরকারের কিছু নির্দেশনা নিম্নে প্রদান করছি ,
নাটোর জেলাধীন ০৭টি উপজেলার গণনাকারী ও সুপারভাইজারগণের দৃষ্টি আকর্ষণ করছিঃ-
১. আপনারা যারা ইতোপূর্বে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন তারা আগামী জুন মাসে জনশুমারি ও গৃহ গণনা প্রকল্পের মুল শুমারি কাজের জন্য প্রস্তুত হোন।
২. আপনারা ইতোপূর্বে যে মোবাইল নং দিয়েছেন সেটি অবশ্যই চালু থাকতে হবে। কোন কারনে ঐ নাম্বার বন্ধ থাকলে আপনাদের সাথে যোগাযোগের কোন মাধ্যম থাকবে না। ফলে আপনাদের কাজের না নেয়া হলে কোন আপত্তি গ্রহণ যোগ্য হবে না।
৩. কারো মোবাইল বন্ধ বা সংযোগ বিছিন্ন বা অন্য কোন সমস্যা থাকলে অবশ্যই নাটোর জেলাধীন উপজেলা পরিসংখ্যান অফিস অথবা সংশ্লিষ্ট জোনাল অফিসারদের সাথে যোগাযোগ করতে হবে।
৪. মনে রাখবেন দেশে এই প্রথম ডিজিটাল শুমারি হতে যাচ্ছে কাজেই আগামী ২১-২৬ এপ্রিলের মধ্যে গণনাকারী ও সুপারভাইজার তথ্য সর্বশেষ আপডেট/ হালনাগাদ করা হবে। এর পরে মে বা জুন মাসে কোন ক্রমেই গণনাকারী ও সুপারভাইজার নেয়ার সুযোগ থাকবে না ।
জনশুমারি ও গৃহ গনণা ২০২২ এর তৃতীয় জোনাল অপারেশন এ ইউসিসি ও জোনাল অফিসারদের ২ দিন ব্যপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথি ছিলেন শ্রদ্ধেয় স্যার জনাব, শামীম আহমেদ জেলা প্রশাসক নাটোর।
সভাপতিত্ব করেন জেলা পরিসংখ্যান কার্যালয় নাটোর এর উপ-পরিচালক শ্রদ্ধেয় স্যার জনাব, মোঃশাহ্ আলম।
স্থানঃজেলা পরিসংখ্যান কার্যালয় হল রুম।