সত্যবার্তা ডেস্ক:
নাটোরের লালপুরে প্রাণ কোম্পানীর আইসক্রিম “ROBO Drinks” এর ট্রেডমার্ক নকল ও উৎপাদন করায় শ্রাবণী আইসক্রীম ফ্যাক্টরিকে ১,৯০,০০০/- টাকা জরিমানা এবং ভেজাল গুড় তৈরির অপরাধে ৬২,০০০/- টাকা জরিমানা সহ ভেজাল গুড় ১,৮০০ কেজি ও চিনির ভেজাল সিরাপ ৯০০ লিটার ধ্বংস করা হয়।
গতকাল সোমবার সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, নাটোর সিপিসি-২ র্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (নাটোর কার্যালয়) মোঃ মেহেদী হাসান তানভীর দ্বয়ের নেতৃত্বে একটি ভেজাল বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযান পরিচালনা কালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, লালপুর বাজারের শ্রাবণী আইসক্রীম ফ্যাক্টরিকে প্রাণ কোম্পানীর ছোট মাসুম বাচ্চাদের জন্য কোমল পানীয়/ আইসক্রীম “ROBO Drinks” এর ট্রেডমার্ক নকল করে নকল “ROBO Drinks” উৎপাদন করার অপরাধে উক্ত আইসক্রীম ফ্যাক্টরির মালিক মোঃ কোরবান আলী (৬৫) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫০ ধারায়- ১,৯০,০০০/- টাকা জরিমানা করা হয়। এবং বড়াইগ্রাম থানাধীন আটঘরিয়া ও ভবানীপুর গ্রামে চিনি, চুন, ফিটকিরি, ফেব্ররিক কালার ও সোডা মিশিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে গুড়ের মালিক মোঃ সলিম উদ্দিন প্রামাণিক (৪৫), মোঃ আব্দুল মান্নান (৪৫) এবং মোঃ আতিয়ার রহমান (৩২) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৪২ ধারায়- সর্বমোট ৬২,০০০/- টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর বলেন- র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের সহযোগিতায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে, ২,৫২,০০০/- টাকা জরিমানা ও ভেজাল গুড় ১,৮০০ কেজি, ভেজাল চিনির সিরাপ ৯০০ লিটার, চুন ১০ কেজি, ফেব্ররিক কালার ১০০ গ্রাম, ফিটকিরি ২ কেজি ১০০ গ্রাম, সোডা ১০০ গ্রাম জব্দ করা হয়।