আজ- রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

ফসলী জমিতে পুকুর খননে মামলা সহ শাস্তির পরামর্শ জেলা প্রশাসকের !

সত্যবার্তাডেস্ক :

নাটোর জেলায় আর কোন ফসলী জমিতে পুকুর খনন করা যাবে না। এ ব্যাপারে জেলা প্রশাসন যথাযথ আইনগত উদ্যোগ গ্রহণ করবে। মঙ্গলবার বিকেলে বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন স্তরের বিশিষ্টজনদের সাথে মত বিনিময় কালে নব যোগদানকৃত জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা এ কথা ব্যক্ত করেন। এছাড়াও পুকুর খননের সাথে জড়িতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করার জন্য তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নির্দেশ দেন।

 

 

উপজেলা নির্বাহী অফিসার মোছা. মারিয়াম খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় নব যোগদানকৃত জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন মিঠু, থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি ও সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য সুধীজন।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার