সত্যবার্তাডেস্ক :
বিশেষ কিছু দিবস ফুল ছাড়া পূর্ণতা পায় না। পহেলা ফাল্গুন, বিশ্ব ভালবাসা দিবস ও ভাষা দিবসকে ঘিরে এখন ফুলের চাহিদা তুঙ্গে। বাড়তি এই চাহিদা মেটাতে প্রস্তুত দেশের সর্ববৃহত ফুল উৎপাদনকারি জেলা যশোরের চাষিরা সহ দেশের বিভিন্ন জেলার ফুলচাষীরা । যশোর জেলার ঝিকরগাছার গদখালী, পানিসারাসহ বেশ কয়েকটি ইউনিয়নে বানিজ্যিকভাবে উৎপাদন হয়েছে রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, চন্দ্র মল্লিকাসহ ১১ ধরণের ফুল। এবার এ অঞ্চলে ফুল চাষ হয়েছে প্রায় ১২ হাজার হেক্টর জমিতে। ভালো ফলন ও দাম পেয়ে খুশি ফুলচাষী ও ব্যবসায়ীরা।
প্রতিদিনই বিপুল পরিমান ফুল খেত থেকে আসছে যশোরের গদখালী ফুলের বাজার। বাহারি সব ফুলের পসরা নিয়ে বসেছেন চাষি ও ব্যবসায়ীরা। পহেলা ফাল্গুন, বিশ্ব ভালবাসা দিবস ও ভাষা দিবস সামনে রেখে রমরমা অবস্থা ফুল বাজারটির। এরইমধ্যে সেখানে অন্তত ৮ কোটি টাকার বিভিন্ন জাতের ফুল বেচাকেনা করেছেন তারা। যশোরে বছরে প্রায় তিনশ’ কোটি টাকার ফুল বিক্রি হয়।
যশোরে বছরে প্রায় তিনশ’ কোটি টাকার ফুল বিক্রি হয়। করোনা মহামারির আতঙ্ক কেটে যাওয়ায় গেল কয়েক বছরের চেয়ে এবার বিশেষ এ মাসে ফুলের বেচাকেনাও বেশ ভালো বলে জানালেন বাংলাদেশ ফ্লাওয়ারস সোসাইটি, যশোর-এর সভাপতি আব্দুর রহিম।