সত্যবার্তা নিউজঃ
বগুড়ার শেরপুররে ধুনকুন্ডি এলাকায় হোটেল ফুড ভিলেজ সামনে থেকে ছিনতাই হওয়া কোচের জানালা দিয়ে লাফ দেয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় (DIU) শিক্ষার্থী সানজিদা সুলতানা ( স্বর্না) (২৭) নিহত হয়ছ।
১৭ জুলাই বুুধবার দুপুরে এ ঘটনা ঘটে। পরবর্তীতে শাজাহানপুর থানা পুলিশ বাসটি উদ্ধার করে এবং ছিনতাইকারী রনি মোল্লা (২৮) কে আটক করে।
জানা যায়, বগুড়ার উপশহর এলাকার মোঃ আব্দুর রউফ তালুকদারর মেয়ে মোছাঃ সানজিদা সুলতানা( স্বর্না)(২৭)। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় (DIU) ছাত্রী। চলমান কোটা বিরাধী আন্দোলনের কারণ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনার পর স্বর্না ১৭ জুলাই বুধবার সকালে শাহ ফাতেহ আলী কোচে ঢাকা থেকে বগুড়া বাড়িতে আসার পথে শেরপুর উপজলার ধুনকুন্ডি এলাকায় ফুড ভিলেজ হোটেলে দুপুর দেড় টার দিক খাবারর বিরতি দেয়। কোচ থেকে সব যাত্রী খাবার হোটেলের ভিতর গেলেও ওই শিক্ষার্থী কোচের ভিতরই রয়ে যায়। পরে কয়কজন ছিনতাইকারী কোচটি ছিনতাই করে নিয়ে যাছিলো।
এ সময় কোচটি ছিনতাই হয়েছে বলে চিৎকার দিয়ে কোচর জানালা দিয়ে লাফ দেয়। এতে সে গুরুতর আহত হল স্থানীয়রা তাক উদ্ধার কর শেরপুর উপজলা স্বাস্থ্য কমপ্লক্স নিয়ে আসে। সেখান কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পরে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ মা. শহিদুল ইসলাম খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে কোচটি উদ্ধার করে । ছিনতাইকারী একজন কে আটক করে। আটককৃত ছিনতাইকারী শাজাহানপুর উপজলার বেতগাড়ী গ্রামের রাজ মোল্লার ছেলে মোঃ রনি মোল্লা ।
এ ব্যাপার শেরপুর থানার অফিসার ইনচার্জ মা. রেজাউল করিম রেজা বলেন, ছিনতাইকারীর বিরুদ্ধ মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।