আজ- বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালো নাটোর আওয়ামী লীগ !

সত্যবার্তা ডেস্ক :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

 

শনিবার (১৯ মার্চ) বিকেল ৫টায় ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে জেলা সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান জেলার সাবেক নেতৃবৃন্দ এবং দলীয় সংসদ সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে জাতির পিতাসহ ১৫ আগস্ট ঘাতকের হাতে শহীদ, মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

 

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের শহীদুল ইসলাম বকুল, নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি কোহেলি কুদ্দুস মুক্তি, কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আওয়ামী লীগের কৃষি ও সমবায় কমিটির সদস্য আতিকুল হক আতিক, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য এমরান সোনারসহ আরো অনকে ।

 

এছাড়া ছাত্রলীগ, যুবলীগসহ নাটোর জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর