আজ- রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

বঙ্গবন্ধুর বাংলাদেশে কেউ ভূমিহীন থাকবে না; শেখ হাসিনা !

সত্যর্বাতা ডেস্ক :
রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ বিধ্বস্ত দেশে ফিরে কাজ করার জন্য বঙ্গবন্ধু সময় পেয়েছেন মাত্র সাড়ে তিন বছর। ওই সাড়ে তিন বছরে তিনি কৃষি, শিল্প থেকে শুরু করে সকল সেক্টরে  উন্নয়ন শুরু করেছিলেন। ওই স্বল্প সময়ের মধ্যেই পরিশ্রম করে তিনি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে পরিণত করেছিলেন। কিন্তু  স্বাধীনতা বিরোধীরা ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গ বন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যাকাণ্ডের মাধ্যমে  দেশের অগ্রযাত্রাকে বন্ধ করে দেয়।
এরপর ৯৬ সালে ক্ষমতায় আসার পর আ’লীগ আবারও বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শুরু করে। ইতোমধ্যেই দেশের ভূমিহীনদের জমিসহ গৃহ নির্মাণ করে অনেককেই দেয়া হয়েছে দাবি করে তিনি বলেন, যারা বাকি রয়েছে তাদেরকেও  জমিসহ  গৃহ নির্মাণ করে দেয়া হবে। কেননা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে কেউ ভূমিহীন বা গৃহহীন থাকবেনা।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  বিএনপির সমালোচনা করে বলেন,বিএনপি নেতারা বলে- আওয়ামী লীগ সরকার নাকি পালানোর পথ পাবে না । তিনি তাদেরকে উদ্দেশ্য করে বলেন, আ’ লীগ সরকার কখনো পালায় না,পিছু হটেনা। বরং সকল কিছু মোকাবেলা করে দেশের মানুষের ভাগ্য বদলানোর জন্য ক্ষমতায় বারবার ফিরে আসে। তিনি উদাহরণ দিয়ে বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারকে সপরিবারে হত্যার সময় তারা দুই বোন রিফিউজি হিসেবে বিদেশে ছিলেন। এরপর দেশে ফিরতে জিয়াউর রহমান তাকে বাধা দেন।  তারপরেও সেই বাধা সাহসিকতার সাথে মোকাবেলা করে তিনি দেশে ফিরে আসেন।
তিনি আরো দাবি করেন, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে দেশে দেশে ফিরে আসতে দেওয়া হবে না বলে জানানো হয়। সেসময় তার বিরুদ্ধে মার্ডার কেস দেওয়া হয়। তিনি সেই কেস মোকাবেলা করার কথা বলে ফিরে আসেন। তিনি দাবী করেন,  আওয়ামী লীগ সরকার নয় বরং দেশ থেকে পালিয়ে যায় বিএনপি নেতারা। কেননা ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের কাছে বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্ট্যাম্পে  মোচলেকা ছিলেন যে তিনি আর রাজনীতি কখনোই করবেননা। ওই সময় তিনি এই মুচলেখা দিয়ে দেশ থেকে লন্ডনে পালিয়ে গেছেন। শুধু তাই নয়, তারেক ও  খালেদা জিয়া উভয়েই দুর্নীতির দায়ে সাজা প্রাপ্ত আসামী। তারা দেশ থেকে প্রচুর পরিমাণে টাকা পাচার করেছিলেন। তাদের সে পাচার হওয়া ৪০ কোটি টাকা তিনি দেশে ফিরিয়ে এনেছেন ।
বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে ১০ হাজার ৬শ ৬০ কোটি টাকা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে দাবী করে আরো বলেন,আরো উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে  বঙ্গবন্ধু টানেল, রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র সহ আরো উন্নয়ন প্রকল্প চলমান। এসময় তিনি আরো জানান, আ’লীগ সরকার দেশ ও  দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করছে এবং আগামীতেও করে যাবে। সেই লক্ষ্যে আগামী নির্বাচনে আ’লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তিনি উপস্থিত সকলকে আহবান জানান।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার