মোছাঃ তৃষ্ণা খাতুন
নাটোর সদর উপজেলা প্রতিনিধি।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯২ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (এম পি) জাতীয় সংসদ ভবন থেকে সকাল ১০:০০ টায় অনুষ্ঠান শুরু করেন। যা নাটোর জেলা প্রশাসন কার্যালয় থেকে ভাচ্যুয়াল এর মাধ্যমে সম্প্রচার করা হয়।
নাটোর জেলা প্রশাসক, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কতৃক আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বঙ্গমাতার জীবনী থেকে সংক্ষেপে সকলের উদ্দেশ্যে পড়ে শোনানো হয়। এবং পাঁচ জন’কে বঙ্গমাতা পদবি দেওয়া হয়। (১৮ কেরেটের স্বর্ণ পদক এবং ৪ লক্ষ টাকার চেক প্রদান করা হয়)
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা পদক পেয়েছেন যে পাঁচজন নারী তারা হলেন।
১| সৈয়দা জেবুন নেছা হক।
২| সেলিনা আহমাদ।
৩| নাসরীন আহমাদ।
৪| আছিয়া আলম।
৫| আশা লতা বৈদ্য।
এ ছাড়াও ৪ হাজার ৫০০ জনকে সেলাই মেশিন বিতরণ এবং ৫০ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় এবং ২,৫০০ অসচ্ছল নারীদের উপায় এর ডিজিটাল লেন-দেন এর মাধ্যমে দেওয়া হয়। এর পরে শেখ ফজিলাতুন নেছা মোরক উনমোচন করা হয়। এবং শেখ ফজিলাতুন্নেছার আত্নার মাগফিরাত এর জন্য দোয়া এবং মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের শেষে নাটোর এর ০৮ জন অসহায় এবং দুস্থ মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ ।