আজ- বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

বড়াইগ্রামে গণধর্ষণ মামলার প্রধান আসামীকে আটক করেছে র‍্যাব।

সত্য বার্তা ডেস্ক:

নাটোরের বড়াইগ্রামে জোরপূর্বক গণধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামীকে আটক করেছে র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা।

 

এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম গত ১৮/০৫/২০২৪ ইং তারিখ সকাল আনুমানিক ৭ টার সময় নিজ বাড়ি থেকে অভিমান করে ঢাকা যাওয়ার জন্য একটি বাসে উঠে। ঢাকা পৌঁছানোর পরে সে তার নিজের ভুল বুঝতে পারে এবং পুনরায় ঐ বাসে করে বাড়ি ফেরার উদ্দেশ্যে বসে থাকে।

 

উক্ত মামলার ২নং আসামী মোঃ ফরিদুল (২৮) এর সঙ্গে ভিকটিমের পরিচয় হয়। একই তারিখ রাত ১১ টার সময় ভিকটিম বনপাড়া বাইপাসে এসে পৌঁছালে, বাস থেকে নামিয়ে ২নং আসামী বড়াইগ্রাম থানাধীন খোর্দ্দকাছুটিয়া মৌজাস্থ জনৈক মোঃ বাবুল মোল্লার ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে যায়। সেখানে উক্ত মামলার অন্যান্য আসামীদের সহযোগিতায় মামলার প্রধান আসামী মোঃ নয়ন (২৮), পিতা- মোঃ রায়হান, সাং- খোর্দ্দকাছুটিয়া, থানা- বড়াইগ্রাম, জেলা – নাটোরসহ অন্যান্য সহযোগী আসামীগণ জোরপূর্বক ভিকটিম কে গণধর্ষণ করে ভুট্টা ক্ষেতে ফেলে রেখে যায়।

 

মামলা দায়ের এর পর থেকে আসামীরা আত্মগোপনে চলে যায়। উত্ত মামলার তদন্তকারী অফিসার আসামীদের গ্রেপ্তারের জন্য সিপিসি-২, নাটোর, র‍্যাব-৫, বরাবর অধিযাচনপত্র প্রদান করে। পরবর্তীতে র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ ছায়া তদন্ত শুরু করে। এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত আসামীদের অবস্থান সনাক্ত করে‌, উক্ত মামলার প্রধান আসামী মোঃ নয়ন (২৮), কে নাটোর জেলার বড়াইগ্রাম খোর্দ্দকাছুটিয়া গ্রামস্থ খেজুরতলা মোড়ে জনৈক মোঃ জিয়াউর রহমান এর মুদি দোকানের সামনে থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর