সত্যবার্তা ডেস্ক:
নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন দুইটি পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় করায় ০৪ জন অসাধু ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প।
অদ্য ১৬ আগস্ট ২০২২ ইং তারিখ ১৭:৩০ ঘটিকা হতে ২১:৩০ ঘটিকা পর্যন্ত বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন বাগডোব বাজার ও জোনাইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে চারজন অসাধু ব্যবসায়ী কে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট হস্তান্তর করায় (ক) সিপিইউ -০৪ টি, (খ) হার্ডডিক্স- ১০ টি, (গ) মনিটর-০৪ টি, (ঘ) কি-বোর্ড-০৪ টি, (ঙ) মাউস-০৪ টি, (চ) এসএসডি কার্ড-০২ টি, (জ) কম্পিউটার ক্যাবল-১২ টি সহ আসামী ১| মোঃ আজাদ হোসেন (২৯) পিতা- মোঃ মোখলেছুর রহমান, সাং- পাড় বাগডোব, ২| মোঃ আল আমিন (২৭) পিতা- মোঃ জয়েন উদ্দিন, ৩| মোঃ শামসুল হক (৪২) পিতা- মোঃ রইছ উদ্দিন, উভয়ের সাং- বাগডোব, ৪| মোঃ জসিম উদ্দিন (৩৫) পিতা- মোঃ আছাদ আলী, সাং- চাঁদপুর, সর্ব থানা- বড়াইগ্রাম, জেলা- নাটোর’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা জব্দকৃত আলামত পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট দীর্ঘদিন ধরে হস্তান্তর করে আসছে বলে স্বীকার করে। মূলত গ্রেফতারকৃত আসামীগণ কম্পিউটারের দোকানে গান, সফটওয়্যার লোড, মোবাইল মেকানিক্স এর ব্যবসার আড়ালে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় করতো।