আজ- শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত!

মোঃ রেজাউল করিম:

স্টাফ রিপোটার:

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সোহাগ রানা (৩০) নামে নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে শ্রীরামপুর, কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায় যে হিরো মোটরসাইকেল নিয়ে সোহাগ নিজ বাড়ি হতে সিরাজগঞ্জ শ্বশুর বাড়ি উদ্দেশ্য রওনা হলে সড়ক দূর্ঘটনার শিকার হন। নিহত সোহাগ উপজেলার তিরাইল গ্রামের মৃত আলহাজ্ব সাইফুল মোল্লার ছোট ছেলে।

 

 

বনপাড়া হাইওয়ে থানার এসআই আলিমুল জানান, সোহাগ বাড়ি থেকে তার শশুড়বাড়ি সিরাজগঞ্জ যাওয়ার পথে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে শ্রীরামপুর এলাকায় পৌছালে অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ঘাতক ট্রাকটি সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর