সত্য বার্তা ডেস্ক:
নাটোরের বড়াইগ্রাম থেকে অপহৃত ভিকটিম বগুড়া জেলার নন্দীগ্রাম থানাধীন ভাটরা ইউনিয়নের কালিয়াগারী গ্রাম থেকে উদ্ধার এবং প্রধান আসামী কে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা।
র্যাব ও মামলা সূত্রে জানা যায় যে, বড়াইগ্রাম সরকারি কলেজে পড়ালেখা করত ভিকটিম। কলেজে যাওয়া আসার পথে প্রধান আসামী শ্রী সাধন মন্ডল @ সকাল (২০) ভিকটিম কে উত্যক্ত ও প্রেম নিবেদন করত। ঘটনার দিন গত ০৬/১২/২০২৩ ইং তারিখে ভিকটিম কলেজে যায়, এরপর আর বাড়িতে না ফেরায় ভিকটিম এর বাবা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারে যে আসামী শ্রী সাধন মন্ডল তার মেয়ে’কে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে নিয়ে যায়।
এরপর ভিকটিম এর বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা ছায়া তদন্ত শুরু করে এবং বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার নন্দীগ্রাম থানাধীন ভাটরা ইউনিয়নের কালিয়াগারী গ্রাম থেকে প্রধান আসামী শ্রী সাধন মন্ডল @ সকাল কে গ্রেফতার করতে সক্ষম হয়।