আজ- রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

বনপাড়ায় পারিবারিক কলহের জেরে নিজের গলায় বটি চালিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

সত্যবার্তা ডেস্ক

নাটোরের বনপাড়া পৌর শহরের বাসিন্দা ও বিশিষ্ট মোবাইল ব্যবসায়ী সোহেল (৩৩) নিজের গলায় বটি চালিয়ে আত্মাহত্যা করেছে। বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০ টার দিকে বনপাড়া নতুন বাজারে তার নিজ বাড়িতে সকলের অজান্তেই সে এ ঘটনা ঘটায় বলে জানা যায়। পরে পরিবারের লোকজন বুঝতে পারলে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বনপাড়া আমেনা হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে বনপাড়া পৌর শহরের কালিকাপুরের মোহাম্মদ উল্ল্যাহ এর ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়। সোহেল এর ছোট বোনের ননদ কে প্রায় ১৫ বছর আগে নিজের পছন্দে বিয়ে করে কিন্তু এতো বছরেও সোহেলের শশুর শাশুড়ির সাথে সোহেলের বউয়ের সম্পর্ক স্বাভাবিক হয়নি। সোহেল ছেলে হিসেবে খুবিই ভালো কিন্তু পারিবারিক অশান্তির মধ্যে কতক্ষণ আর ভালো থাকা যায় বলেন। সোহেল এর দুইটি ছেলে সন্তান ও একটি মেয়ে সন্তান আছে।

এই আত্মহত্যার ঘটনায় একটি রহস্যের ধুম্রজাল সৃষ্টি হয়েছে, পরিবার বলছে ঋণের দায়ে সোহেল আত্মহত্যা করেছে। কিন্তু এলাকাবাসী বলছে এই বিষয়টিকে ধামাচাপা দিতেই তাদের পরিবার মিথ্যা বলছে, সোহেল যদি ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যা করে থাকে তাহলে তার বাবার পৌরসভার মধ্যে যেই সম্পত্তি রয়েছে তার মূল্য কয়েক কোটি টাকা হবে। কিন্তু পরিবার বলছে ১০-২০ লাখ টাকার জন্য সে আত্মহত্যা করেছে এটা কিভাবে সম্ভব। প্রশাসন এর লোকজন সুষ্ঠু তদন্ত করলেই সব বেরিয়ে আসবে।

ঘটনার সত্যতা জানতে “দৈনিক সত্য বার্তা” নিউজ পোর্টাল এর পক্ষ থেকে, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক’কে কয়েকবার ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ না করে ফোন কেটে দেয়।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার