সত্যবার্তা ডেস্ক :
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া ল্যাবরেটরী স্কুলে শুক্রবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
স্কুলের সহকারী শিক্ষিকা সাঈদা খাতুনের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক আব্দুল্লা আল আউয়ালের (মমিন) সভাপতিত্ত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মো. আশরাফুল ইসলাম, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলার সাবেক ভাইচ চেয়ারম্যান প্রভাষক মাওলানা আব্দুল হাকিম, পৌর কাউন্সিলর আশরাফুল আলম, অধ্যাপক নাজমুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক মো. সাইফুর রহমান এবং আব্দুল করিম মাষ্টার। সেখানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকমন্ডলী ও এলাকার সুধীজনেরা।