সত্যবার্তা ডেস্ক :
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি পরিছন্ন ও কর্মীবান্ধব ছাত্র নেতা সোহান খান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজ আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি বলেছেন বর্তমান প্রজন্ম বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে একটি উন্নয়নশীল বাংলাদেশ উপহার দেবেন। যা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভূয়সী প্রশংসা লাভ করেছে। তার ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো… ”পাকিস্তান ২৩বছর আমলের ১৩বছর ৯মাস ১৭দিনের জেল জুলুমের বিনিময়ে একজন বঙ্গবন্ধু পেয়েছিলাম। আর বঙ্গবন্ধু যতদিনের পরিশ্রমে শেরে বাংলা, সোহরাওয়ার্দী এবং ভাসানীকে ছাপিয়ে নিজেকে বঙ্গবন্ধু করতে পেরেছেন, তা উনার ক্যারেজম্যাটিক বৈশিষ্ট যার ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর পূর্বে অনেক নেতা ছিলেন, কেউই স্বাধীনতা ঘোষণা করার সাহস পাননি, কিংবা পাননি বাধভাঙ্গা জনমত। কিন্তু, বঙ্গবন্ধু পেরেছেন। ৫৪ বছরের জীবনে তিনি ব্যক্তি শেখ মুজিবুর রহমানকে ছাপিয়ে হয়েছিলেন প্রতিষ্ঠান শেখ মুজিবুর রহমান, হয়েছিলেন বাংলার বন্ধু। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা আমাদের জাতির জনককে ধরে রাখতে পারিনি। বঙ্গবন্ধুকে সোনালী যুগ উপহার দিতে পারিনি… আজ তারই তনয়া দেশরত্ন শেখ হাসিনা রাষ্ট্রীয় দায়িত্বে, আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। দেশরত্ন শেখ হাসিনাও পিতার মতো অমানুষিক চাপে ছিলেন, পিতার মৃত্যুর পরও ১৯৮১ সাল পর্যন্ত দেশে আসতে পারেননি। আর যা আমার অগ্রজদের মুখে শুনেছি, প্রিয় আপা দেশে আসার পরও এই আওয়ামীলীগে আপার নাম ধরে একক শ্লোগানের বদলে বিভিন্ন নেতার নামে শ্লোগান হতো আপার উপস্থিতিতেই… যে প্রসঙ্গ নিয়ে বলা, যতদিন দেশরত্ন শেখ হাসিনাকে আওয়ামীলীগ এর নেতাকর্মিদের মাঝে ব্যালান্স করে চলতে হয়েছে, ততদিন আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসেনি, যখন ব্যক্তি শেখ হাসিনা একটি প্রতিষ্ঠানে রুপ নিয়েছেন দলের উর্ধ্বে উঠে, তখনই আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসি। আর তার আরএকটি প্রমান ২০১৪ এর ৫ জানুয়ারি নির্বাচনে অনেক হেবিওয়েট নেতা ভাবেনি, আওয়ামীলীগ ক্ষমতায় থাকবে, এইসব নেতা অনেকেই ভিসা পাসপোর্ট রেডী রেখেছিল। কিন্তু, দেশরত্ন শেখ হাসিনার একক সিদ্ধান্তে আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এবং দেশ উন্নয়নের মহাসড়কে আজ…. বাঙ্গালি জাতি বঙ্গবন্ধুকে উপহার দিতে পারেনি সোনার বাংলা , কিন্তু আমরা বর্তমান প্রজন্ম দেশরত্ন শেখ হাসিনাকে উপহার দিতে চাই উন্নয়নের বাংলাদেশ। দেশরত্ন শেখ হাসিনা দলের উর্ধ্বে একক, অতুলনীয় অদ্বিতীয়, একটি নাম ও একটি প্রতিষ্ঠান। দেশরত্ন শেখ হাসিনা বাচলে, বাচবে বাংলাদেশ, বাচবে ১৭ কোটি জনতা।” সোহান খান, সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ।।