আজ- শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

বললেন সিইসি : কোনো চাপ নেই কমিশনের ওপর

নিজেস্ব প্রতিবেদক :

নির্বাচন কমিশনের ওপর কোনো রাজনৈতিক চাপ নেই এবং ইসি স্বাধীন বলে জানালেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

 

হাবিবুল আউয়াল বলেন, আমার নিজের উচ্চ রক্তচাপ থাকলেও রাজনৈতিক কোনো চাপ আমাদের কারো মধ্যে নেই। আমরা স্বাধীনভাবে কাজ করছি ও স্বাধীনভাবে কাজ করব।

 

গতকাল মঙ্গলবার নতুন সিইসি কাজী হাবিবুল আউয়াল অন্যান্য কমিশনারদের সঙ্গে নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
নতুন নিয়োগ পাওয়া নির্বাচন কমিশন নিয়ে বিএনপির বিভিন্ন বিরূপ মন্তব্যের বিষয়ে তিনি বলেন, বিএনপি কী বলেছেন, আমরা শুনেছি। আগামী নির্বাচন করার জন্য আমাদের ওপর একটি দায়িত্ব এসেছে। কীভাবে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব বা মোকাবিলা করব সেগুলো পরে আমরা নিজেদের মধ্যে আলোচনা করব। আমরা

 

 

রাজনৈতিক নেতৃত্বের মধ্যেও সমঝোতা ও আলাপ-আলোচনা প্রত্যাশা করি।
এ সময় অপর চার নির্বাচন কমিশনার- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার।
সকালে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছানোর পর ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার তাদের ফুল দিয়ে বরণ করে নেন। স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান নির্বাচন কমিশনার। আনুষ্ঠানিকতা শেষে সকাল সাড়ে ১০টার দিকে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ছাড়েন তিনি।

 

এর আগে গত শনিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন নির্বাচন কমিশন নিয়োগ দিলে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরের দিন রবিবার সিইসিসহ অন্য কমিশনাররা শপথ নেন। গত সোমবার তারা নির্বাচন ভবনে নিজ দায়িত্ব বুঝে নেন।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর