সত্যবার্তা ডেস্ক :
বস্তাবন্দি হাত-পায়ে বাঁধা অবস্থায় মাহফুজা নামের এক মাদ্রাসারর ছাত্রী জীবিত উদ্ধার হয়েছে । বৃহস্পতিবার (২০ জুলাই ) সকালে ঠাকুরগাঁও পৌরশহরের টাঙ্গন ব্রিজের নিচ থেকে এলাকাবাসী তাকে উদ্ধার করা হয় হাসপাতালে নিয়ে যায় ।
উদ্ধারকৃত মাহফুজা দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কবিরাজ হাট এলাকার মোস্তুফার মেয়ে ।
প্রত্যক্ষদর্শী জয় মহন্ত অলক জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে জানতে পারি ব্রিজের নিচে একটি বস্তা ভর্তি লাশ দেখা যাচ্ছে । বস্তার কাছে গিয়ে দেখি মেয়েটি জীবিত আছে। এ সময় আমি সহ স্থানীয় জনগণের সহায়তায় বস্তা খুলে ওই মেয়েকে হাত-পায়ে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। পরে মেয়েটি জীবিত আছেন বুঝতে পেরে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, ওই মেয়ের শরীরে অবস্থা এখন ভালো । তাকে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে মাহফুজা নামে ওই মেয়েকে হত্যার উদ্দেশ্যে করে বস্তায় ভরে নদীতে ফেলে দেয়া হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।