নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-ভারত এর ৫ম সাংস্কৃতিক মিলন মেলা। বাংলাদেশ-ভারত মৈত্রী অমর হোক। রবিবার ৫ম বাংলাদেশ-ভারত মিলন মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারত থেকে ৪০ জনের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের ত্রিপুরা রাজ্যের মন্ত্রী শ্রী রাম প্রসাদ পাল। প্রথমে নাটোরের রানী ভবানী রাজবাড়ীতে এসে বিভিন্ন স্থাপনা ও মন্দির পরিদর্শন করেন। দুপুর ২ টায় নাটোর সার্কিট হাউসে লাঞ্চ করে, বিকাল ৫ টায় নাটোরের ঐতিহাসিক উত্তরা গণ ভবনে প্রবেশ করে। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শ্রীমতি ইন্দিরা গান্ধী এবং বঙ্গবন্ধুর পরিবারের (দোলমঞ্চ) স্থিরচিত্র দেখানো হয়। পরে রানীমহল, ইটালিয়ান গার্ডেন, মূল প্রাসাদ, বৃক্ষরোপণ, বিভিন্ন স্টল পরিদর্শন করে সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময় তিনি বলেন- আমি দেখেছি কিভাবে অতিথি পরায়ণ এর ভালোবাসা ও সম্মান মন থেকে করতে হয় সেটা এখানে এসে দেখতে পেয়েছি পাশাপাশি আমরা এই দুই দেশের বাঙালিরা মায়ার বন্ধনে আবদ্ধ। এই বন্ধন আজীবন থাকবে বলে আমি বিশ্বাস করি, এবং আরেকটি বিষয় আপনাদের কাছে শেয়ার করতে চায় আমার পিতা মাতার জন্ম ভূমি এই বাংলাদেশের মাটিতে তাই এই দেশের প্রতি আমার টান একটু বেশিই। আমরা ইতিহাসে পড়েছি অনেক কিছু শুনেছি যেহেতু আমি পলিটিক্স করেছি এই কারণে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে বাংলাদেশের বাঙ্গালীদের জন্য জীবন বলিদান ও উৎসর্গ করেছেন তা আমরা জানি। তারপরে কুমার প্লেসে হালকা নাস্তা করে মূল প্রোগ্রামে অংশগ্রহণ করেন। বাংলাদেশের জাতীয় সংগীত ও ভারতের জাতীয় সংগীত এর মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলোক চিত্র প্রদর্শনী করা হয় এবং ভারতের স্বনামধন্য কন্ঠ শিল্পীরা গান পরিবেশন করেন। সব শেষে আতশবাজির মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জনাব- খাইরুজ্জামান লিটন, মাননীয় মেয়র রাজশাহী সিটি কর্পোরেশ ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। জনাব- শাহরিয়ার আলম, মাননীয় প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়। জনাব- জুনায়েদ আহমেদ পলক মাননীয় প্রতিমন্ত্রী তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়। জনাব- শফিকুল ইসলাম শিমুল, মাননীয় সংসদ সদস্য নাটোর সদর। জনাব- আব্দুল কুদ্দুস, মাননীয় সংসদ সদস্য নাটোর ৪। জনাব- শহিদুল ইসলাম বকুল, মাননীয় সংসদ সদস্য নাটোর ১। জনাব- রত্না আহমেদ, মাননীয় সংসদ সদস্য সংরক্ষিত নাটোর-নওগাঁ। জনাব- শরিফুল ইসলাম রমজান, উপজেলা চেয়ারম্যান নাটোর সদর ও সাধারণ সম্পাদক নাটোর জেলা আওয়ামী লীগ। মাননীয় পুলিশের ডিআইজি এ. জেড. এম নাফিউল ইসলাম কলিন। জনাব- শামীম আহমেদ, জেলা প্রশাসক মহোদয় নাটোর। জনাব- লিটন কুমার সাহা, পুলিশ সুপার মহোদয় নাটোর। সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Write to Manik Pasha