সত্যবার্তা ডেস্ক :
রাজশাহীর বাগমারা থানার তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্র মাদকবিরোধী অভিযানে কুখ্যাত মাদক ব্যাবসায়ী মহিলা সহ চার জনকে আটক করা হয় । ২৭শে জানুয়ারি শুক্রবার রাত আনুমানিক ৮ ঘটিকায় মাদক বিক্রয়ের সময় তাদের মাদক ও নগদ অর্থ সহ চারজনকে আটক করা হয়।
আটক কৃতরা হলেন,রাজশাহী বাগমারা থানা মাদক সম্রাট এমরান আলী, হাসান মন্ডল ও মাদক সমাজ্ঞী কোহিনুর ও চম্পা । এসময় তাদের কাছ থেকে ২৪ গ্রাম হেরোইন ও মাদক বিক্রয়ের ৮,৮০৫/-(আট হাজার আটশত পাঁচ) টাকা সহ আটক করেন তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্র চৌকস আইসি জিলালুর রহমান সহ সঙ্গীয় ফোর্স।
এ বিষয়ে জানতে চাইলে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্র আইসি জিলালুর রহমান বলেন,তাহেরপুর তদন্ত কেন্দ্র এলাকা মাদকের জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। আমাদের মাদকবিরোধী অভিযানে তাহেরপুর হতে কুখ্যাত মাদক ব্যাবসায়ী ৪ জন কে মাদক ও নগদ অর্থ সহ আটক করা হয়েছে। আটক কৃত দের আদালতের মাধ্যমে জেলহাজতে পেরন করা হয়েছে।