মোঃ সোহান সরকার:
নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় চায়ের স্টলে বজ্রপাতে আশিক (২০) নামের এক যুবক নিহত হয়েছে। আশিক রাজমিস্ত্রীর কাজ করেন। আহত হয়েছেন আরো ৭জন। গতকাল সোমবার সকালে উপজেলার জামনগর করমদোষী নতুন ব্রিজ সংলগ্ন আব্দুল মালেকের চায়ের স্টলে বজ্রপাতের এই ঘটনা ঘটে। ঘটনাস্থলেই আশিক নামের একজনের মৃত্যু হয়। আশিক করমদোষী এলাকার সিহাব উদ্দিনের ছেলে। চায়ের স্টলে সিহাব উদ্দিন ও তাঁর পুত্র আশিক সহ ১০ থেকে ১২ জন আড্ডা দিচ্ছিল, এদের মধ্যে সিহাব উদ্দিন, মোমীন, হাফেজ, সারোয়ার, বেলাল, শফিক ও রুপালী বেগম আহত হয়েছেন। আব্দুল মালেকের স্ত্রী রুপালী বেগম চায়ের স্টল পরিচালনা করেন বলে জানা গেছে। আহতদের মধ্যে ০৫ জনকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, অপর ০২ জন ব্যক্তি’কে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কে বাড়ীতে পাঠানো হয়েছে।