সত্যবার্তা ডেস্ক:
বাগাতিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি করার লক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে।
বুধবার এ মেলার উদ্বোধন করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য জনাব বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কলাম আজাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোহাইমেনা শারমীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ অহিদুল ইসলাম (গোকুল),
উক্ত অনুষ্ঠানের কারিগরি আলোচক উপজেলা কৃষি অফিসার জনাব ড. ভবসিন্ধু রায়,
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,সহকারী কমিশনার ভূমি সুরাইয়া মমতাজ,
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা,উপজেলা চেয়ারম্যান আবদুল হাদী, বাগাতিপাড়া পৌরসভার মেয়র এ.কে.এম শরিফুল ইসলাম লেলিন, বাগাতিপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান,দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহাবুর ইসলাম মিঠু,
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ সেকেন্দার রহমান,জেলা আওয়ামী লীগের সদস্য বাবু সুকুমার মুখার্জি সহ অন্যানরা।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রধান,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ,সাংবাদিক বৃন্দ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
পরে আলোচনা সভাশেষে আমন্ত্রিত অতিথিরা মেলায় অংশগ্রহণকারী স্টল ঘুরে দেখেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন।
রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ মেলায় প্রায় ১০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।