আজ- শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

বাগাতিপাড়ায় দুই দিন ব্যাপী শিশু মেলা -২০২২’র উদ্বোধন !

সত্যবার্তা ডেস্ক :

 বাগাতিপাড়া (নাটোর) শিশু ও নারী উন্নয়নে সচেতনামুলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিসার মোহাম্মাদ আলী’র আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় নাটোরের বাগাতিপাড়া দুই দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে একটি র‌্যালী উপজেলা চত্ত¡র এলাকা পদক্ষিণ করে উপজেলা পরিষদ জিমনেশিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় অংশ নেয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদ । বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া পৌর মেয়র অধ্যক্ষ শরিফুল ইসলাম লেলিন,এসিল্যান্ড নিশাত আনজুম অন্যনা,উপজেলা কৃষি অফিসার মমরেজ আলী,সমাজসেবা অফিসার অবাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী,শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব’র সেক্রেটারী রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ। শিশু ও নারী উন্নয়নে সচেতনামুলক কার্যক্রম সম্পর্কে জনগনকে অবহিতকরণে আয়োজিত এ মেলায় ১০ টি স্টল রয়েছে। এছাড়াও দুই দিন ব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে প্রামাণ্য চিত্র প্রদর্শন, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা সহ নানা আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার